ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

মামলার শুনানির সময় আইনজীবীর মৃত্যু

মামলার শুনানির সময় আইনজীবীর মৃত্যু

চাঁদপুর জেলা জজ আদালতে মামলার শুনানির সময় আব্দুল মান্নান খান মহিন (৫১) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলা ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ি। বাবার নাম মৃত ইসমাইল হোসেন ব্যাপারী।

সহকর্মী আইনজীবীরা জানান, মামলার শুনানির সময় মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। এসময় আদালতের বেঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মাথায় জখম হয়। তাৎক্ষণিক অন্য আইনজীবী ও সহকারীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনূর বেগম বলেন, আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। শুনানি করা অবস্থায় মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। এসময় তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে নজরুলের সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ

খুলনায় সাবেক যুবদল নেতা হত্যায় চরমপন্থীদের সঙ্গে ‘বহিরাগতদের’ যুক্ত থাকার ইঙ্গিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

চাঁপাইনবাবঞ্জের নাচোলে ভটভটি উল্টে চালক নিহত

প্রকাশ্যে বদলির চিঠি ছিঁড়ে ফেলায় এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত