ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ভোলায় গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের পর ভিডিওধারণ, যুবক গ্রেফতার

ভোলায় গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের পর ভিডিওধারণ, যুবক গ্রেফতার

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার রাজাপুরে এক গৃহবধূকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি কামাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ  সোমবার (১৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর আনন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন

রিপন চন্দ্র সরকার বলেন, ৯ জুলাই রাত দেড়টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুরে এক গৃহবধূর বসতঘরে সিঁধ কেটে ভেতর ঢোকে কামাল হোসেন ওরফে কামাল মাঝিসহ সংঘবদ্ধ একটি চক্র। এ সময় কামাল মাঝি তার সহযোগীদের সহায়তায় ওই গৃহবধূর হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণ শেষে বিবস্ত্র অবস্থায় ওই গৃহবধূর ভিডিও ধারণ করেন। এ ঘটনায় পরদিন ১০ জুলাই ভিকটিম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার পর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার মূল আসামি কামাল হোসেনকে গ্রেফতার করে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ভোলা সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার

বগুড়ায় ফেনসিডিল কারবারির দুই বছরের কারাদন্ড