মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ব্যাংকের ১৪তম ব্যাচের ম্যানেজম্যান্ট ট্রেইনী অফিসারদের জন্য ঋড়ঁহফধঃরড়হ ঞৎধরহরহম ভড়ৎ গধহধমবসবহঃ ঞৎধরহবব ঙভভরপবৎ (গঞঙ)” শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে। গত ১৩ জুলাই মাসব্যাপি কোর্সটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। মোট ২৪ (চব্বিশ) জন এমটিও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথি মতিউল হাসান উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের নীতিমালা ও গাইডলাইন্সের আলোকে সততা ও নৈতিকতার সাথে দৈনন্দিন কার্য সম্পাদনের পাশাপাশি গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজম্যান্ট টীমের নির্বাহীগণ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
মন্তব্য করুন