গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে ৭ মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা হৃদয়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকার মাহাবুবার রহমানের ছেলে।
জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে পৌর এলাকার বর্ধনকুঠী (খানাবাড়ি) গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয়কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদক, বিস্ফোরক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ৭টি মামলা রয়েছে।
আরও পড়ুনগোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, হৃদয়ের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন