ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক নির্মাণ করল গ্রামবাসী

বগুড়ার সারিয়াকান্দিতে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক নির্মাণ করল গ্রামবাসী। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে প্রায় দেড় কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করেছেন অর্ধশত গ্রামবাসী। এতে দেড় শতাধিক পরিবারের ভোগান্তির অবসান হয়েছে। সড়ক না থাকায় এ গ্রামে কোনও শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। গ্রামবাসীর সুবিধার্থে সড়কটি আইডিভুক্ত করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে বলে আশ্বাস স্থানীয় প্রশাসনের।

গ্রামবাসীরা নিজ উদ্যোগে হাতে কোদাল এবং কুড়াল নিয়ে মাটি কাটা থেকে শুরু করে সড়কের ভেতরের বড়বড় গাছগুলো কেটে পরিস্কার করছেন। কেউবা নিজের জমির ফসল উত্তোলন করে নিচ্ছেন এবং তা সড়কের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন। বেশ কয়েকবছর আগে বাঙালি নদীর বুকে চর পরে সারিয়াকান্দি সদর ইউনিয়নের চর পাইকপাড়া গ্রামটির সৃষ্টি হয়েছে।

বর্তমানে এ গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবারে ৩৫০ জনের বেশি মানুষের বসবাস। গ্রামটি গঠনের পর থেকেই এ গ্রামে যাতায়াতের জন্য কোনও সড়ক নেই। গ্রামবাসী জমির আইল দিয়ে উপজেলা সদরে বা গ্রামের বাইরে যাতায়াত করতেন। কিন্তু এ গ্রামে যাতায়াতের জন্য বিশালাকার চওড়া প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক ছিল। যা বাঙালি নদী ভাঙনের ফলে একসময় বিলীন হয়। সড়কটি মৌজাতেও দাগাঙ্কিত রয়েছে। পুনরায় জেগে ওঠা চরে এখন মানুষের বসতি গড়ে উঠেছে।

গ্রামটিতে যাতায়াতের জন্য নির্দিষ্ট সড়ক না থাকায় এ গ্রামে এখনো কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা কোনও কমিউনিটি ক্লিনিক গড়ে ওঠেনি। এছাড়া বিভিন্ন রকমের কৃষিপণ্য কৃষকেরা অনেক কষ্টে পরিবহণ করেন। গ্রামের কেউ গুরুতর অসুস্থ হলে তাকে ভালো চিকিৎসার জন্য উপজেলা সদরে নানা দুর্ভোগের সম্মুখীন হয়ে নিয়ে যেতে হয়। গ্রামের মেম্বার এবং চেয়ারম্যানদের একাধিকবার সড়টি নির্মাণের কথা জানালেও গ্রামবাসী শুধু আশ্বাসই পেয়েছেন। তাই নিরুপায় হয়ে গ্রামবাসী একত্র হয়ে স্বেচ্ছায় সড়কটি নির্মাণ করছেন।

এ গ্রামের মৃত তইয়ব আলী আকন্দের ছেলে শাহিদুল ইসলাম বলেন, সড়ক না থাকায় আমাদের গ্রামের ছেলেমেয়েদের ভালো কোনও জায়গায় বিয়ে হচ্ছে না, এ গ্রামে কোনও শিক্ষা প্রতিষ্ঠানও হচ্ছে না, জমির দাম দিনদিন কমে যাচ্ছে, গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে দুর্ভোগে পড়তে হয় ।

আরও পড়ুন

চেয়ারম্যান মেম্বারদের বারবার বলেও কোনও কাজ না হওয়ায় আমরা স্বেচ্ছায় নিজেদের সড়ক নিজেরাই নির্মাণ করছি। সাবেক ইউপি সদস্য আব্দুল কদ্দুস কাইয়ুম বলেন, সড়ক না থাকায় এ গ্রামের মানুষের দুর্ভোগের কোনও শেষ নেই। আমি মেম্বার থাকাকালীন সময়ে সরকারিভাবে সড়ক নির্মাণের উদ্যোগ নিলেও কোনও কাজ হয়নি। তাই গ্রামবাসীদের স্বেচ্ছায় সড়ক নির্মাণের বিষয়ে তাদের সহযোগিতা করছি।

বর্তমান ইউপি সদস্য আলমগীর কবির বলেন, সড়কটি পাইকপাড়া বাঙালি নদীর খেয়াঘাট থেকে ভুট্টুর বাড়ি পর্যন্ত ভায়া ঈদগাহ মাঠ থেকে কাজুর বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার লম্বা এবং প্রস্থে প্রায় ৩০ ফুট। সড়কটি নির্মাণের জন্য টি আর বরাদ্দ চাওয়া হয়েছে। সড়কটি স্বেচ্ছায় নির্মাণের জন্য গ্রামবাসীর সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পরিদর্শন করছি।

সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী তুহিন সরকার বলেন, এ ধরনের সড়কের কথা আমার জানা নেই। সড়কটি সরেজমিন পরিদর্শন করে গ্রামবাসীর চলাচলের জন্য প্রয়োজনীয় প্রকল্প নেয়া হবে এবং সড়কটি আইডিভুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত