নিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই, ২০২৫, ০৯:৩৭ রাত
দেশে প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন হচ্ছে সোমবার
_original_1752420922.jpg)
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ'
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম বাস্তবায়িত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হচ্ছে আগামীকাল সোমবার।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় আগামীকাল (১৪ জুলাই) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হবে।
আজ রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়- আগামীকাল (সোমবার) নারায়ণগঞ্জ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের এ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল; শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন