চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের গান লাবণ্য’র কন্ঠে
_original_1752419292.jpg)
অভি মঈনুদ্দীন ঃ উপমহাদেশের প্রখ্যাত দুই সঙ্গীত শিল্পী চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় চারটি গান এবার শোনা যাবে এই প্রজন্মের মিষ্টি কন্ঠের গায়িকা ইয়াসমিন লাবণ্য’র কন্ঠে। স্যাটেলাইট চ্যানেল আরটিভির জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে গুনী এই দুই শিল্পীর গান পরিবেশন করতে দেখা যাবে লাবণ্যকে।
এরইমধ্যে চিত্রা সিং-এর গাওয়া জনপ্রিয় দুটি গান এবং সাবিনা ইয়াসমিনের গাওয়া জনপ্রিয় দুটি গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের প্রযোজক সৈয়দ নাহিদ জাহাঙ্গীর জানান, আগামী ১৮ জুলাই সন্ধ্যা ৭.২৫ মিনিটে আরটিভির পর্দায় ইয়াসমিন লাবণ্য’র কন্ঠে জনপ্রিয় চারটি গান দর্শক উপভোগ করতে পারবেন। গানগুলো হলো চিত্রা সিং-এর ‘বাঁকা চোখে বলনা’ ও ‘কথা ছিলো দেখা হবে’ এবং সাবিনা ইয়াসমিনের ‘আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়’ ও ‘নজর লাগবো বলে’।
ইয়াসমিন লাবণ্য বলেন,‘ গুনী এই দুই শিল্পীর গান গাইবার সুযোগ পাওয়াটাও পরম সৌভাগ্যের। ধন্যবাদ জানাই আরটিভি কর্তৃপক্ষ ও এই রাত তোমার অনুষ্ঠানের প্রযোজক সৈয়দ নাহিদ জাহাঙ্গীর ভাইকে আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। যে চারটি গান পরিবেশন করার সুযোগ পেয়েছি চারটি গানই আসলে আমার ভীষণ প্রিয়। সময় সুযোগ পেলে আমি এই গানগুলো পরিবেশন করার চেষ্টা করি। সত্যি বলতে কী আমি এই ঘরানার গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রত্যেক শিল্পীরই একটি কম্পোর্ট জোন থাকে, এই ঘরানার গানই আমার কম্পোর্ট জোন। আর এই রাত তোমার আমার দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে সঙ্গীত বিষয়ক ধারণকৃত অনুষ্ঠানের মধ্যে জনপ্রিয় একটি অনুষ্ঠান। জনপ্রিয় অনুষ্ঠানে গান গাইবার আগ্রহ সবারই থাকে, আমার ছিলো। এবার সময় সমন্বয় করে গেয়েছি। কেমন গেয়েছি জানিনা, তবে চেষ্টার কমিততো ছিলোই না। মন দিয়ে গেয়েছি। আশা করছি ভালোলাগবে দর্শক শ্রোতাদের।’
প্রযোজক সৈয়দ নাহিদ জাহাঙ্গীর জানান, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নিশি শ্রাবণী।
আরও পড়ুনএদিকে গতকাল লাবণ্য, মাছরাঙ্গা টিভির রাঙ্গা সকাল অনুষ্ঠানের রেকডির্ং-এ অংশগ্রহন করেন। সঙ্গীতশিল্পী ইমরোজ সুলতানা টুম্পা এবারের পর্বের অতিথি হিসেবে অংশগ্রহন করেন।
এদিকে লাবণ্য, নিজের মৌলিক গানের কাজ নিয়েও মনোযোগী হয়ে উঠেছেন। তার ইচ্ছে এই বছরে যেন কয়েকটি ভালো মৌলিক গান প্রকাশ পায়। তার কন্ঠে সর্বশেষ শ্রোতাপ্রিয় মৌলিক গান ছিলো অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা ‘চাইনা হৃদয় ভেঙ্গে যা
মন্তব্য করুন