ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, কাঠমিস্ত্রি গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, কাঠমিস্ত্রি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ঘরে ঢুকে যুবতীকে (২০) ধর্ষণের মামলায় মিনু সরকার (২২) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার পারলক্ষীপুর-জয়ন্তিতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মিনু সরকার ওই গ্রামের আবুল কালাম সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি মিনু সরকার প্রায় তিন মাস আগে প্রতিবেশী এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিনু সরকার তার প্রেমিকার সঙ্গে বিভিন্ন সময় একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এই ধারাবাহিকতায় মিনু সরকার ৭ জুলাই রাত ১০টার দিকে প্রেমিকার ঘরে প্রবেশ করে। এরপর বিয়ের কথা বলে একই কৌশলে প্রেমিকাকে ধর্ষণ করে।

কিন্তু ওই রাতে শারীরিক মিলনের পর প্রেমিকাকে বিয়ে করতে রাজি হয়নি মিনু সরকার। বিষয়টি মিনু সরকারের মা-বাবাকে জানিয়েও কোন কাজ হয়নি। এ অবস্থায় ওই দিনই ভুক্তভোগী প্রেমিকা বাদি হয়ে মিনু সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ১২ জুলাই থানায় ধর্ষণ মামলা রেকর্ড করে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ধর্ষিতা যুবতীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক