রাঙামাটিতে ম্যালেরিয়ায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের নোয়াদম গ্রামের সুদীপ্তা চাকমা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ম্যালেরিয়ায় আক্রান্ত বলে জানা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সুদীপ্তার বাবা করুণাময় চাকমা বলেন, এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত সে। শুক্রবার রাতে শরীরে বেশি জ্বর হলে পরদিন সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করি। কিছুক্ষণের মধ্যে সুদীপ্তা মারা যায়।
আরও পড়ুনরাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, শনিবার সকালে সুদীপ্তা চাকমা হাসপাতালে ভর্তি হয়। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যুবরণ করে।
মন্তব্য করুন