পাবনার চাটমোহরে ২৫ লাখ টাকার চায়নাদুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অধ্যুষিত হান্ডিয়াল ইউনিয়নের কাটাগাঙ, নলডাঙ্গা বিল, নবীণ ও চরনবীণ বিল, ছাইকোলা ইউনিয়নের জিয়ালগাড়ি বিল ও ভাঙ্গা ব্রিজ বিল এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৫৫০ পিস চায়নাদুয়ারি জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালগুলোর আনুমানিক মূল্য ২৫ লাখ।
আরও পড়ুনএসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন