ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীর ৫ লাখ টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীর ৫ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তির পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ জরিমানা করেন।

সূত্র জানায়, দক্ষিণ বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকায় নদী থেকে কিছু অবৈধ বালু ব্যবসায়ী গত শুক্রবার দিবাগত গভীর রাতে বালু উত্তোলন করছে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালুসহ চারটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চার ট্রাক্টর মালিকের প্রত্যেককে এক লাখ ২৫ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদন্ডপ্রাপ্তরা হলো- উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া গ্রামের লিমন ইসলাম, একই গ্রামের আরিফুল ইসলাম, উত্তর বাহাগিলী খামাতপাড়া গ্রামের হাসান ইসলাম ও বাহাগিলী চেয়ারম্যানের হাট এলাকার জিহাদ।

আরও পড়ুন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারটি ট্রাক্টর থানায় আনা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, দক্ষিণ বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকায় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চার ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইনে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত