ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

পাবনার চাটমোহরে পাট আবাদে ফিরেছে চাষিরা

পাবনার চাটমোহরে পাট আবাদে ফিরেছে চাষিরা। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহরে সোনালি আঁশ খ্যাত পাট চাষে একসময় ভাটা পড়েছিল। দাম কমে যাওয়ায় আগ্রহ হারিয়ে ফেলেছিলেন অনেক কৃষক। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভালো দাম পাওয়ায় আবারও আগ্রহ তৈরি হয়েছে তাদের।

চলতি বছরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে চাটমোহরের ১১টি ইউনিয়নের বিভিন্ন বিলে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। ফলে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিফ-১ মৌসুমে উপজেলার ৮ হাজার ৯৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর বেশি। পাট চাষে উৎসাহ দিতে সরকারের পক্ষ থেকে ১ হাজার ১শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ।

পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সেচ খরচও বাড়েনি এবং অনুকূল আবহাওয়ায় রোগ-পোকার আক্রমণ তুলনামূলক কম হয়েছে। বাজারে ভালো দাম পেলে লাভবান হবেন কৃষকেরা, যা ভবিষ্যতে পাটের চাষ আরও বাড়াতে সহায়ক হবে বলে জানায় কৃষি বিভাগ।

ডিবিগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের চাষি জিয়ারুল হক বলেন, গত বছর পাঁচ বিঘা জমিতে পাটের চাষ করেছিলেন তিনি। মোটামুটি দাম পাওয়ায় লোকসান হয়নি। এবার ৮ বিঘা জমিতে আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে, ন্যায্য দাম পেলে ভালো লাভ হবে।

আরও পড়ুন

মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের চাষি তোজাম্মেল হোসেন বলেন, পাট চাষে সবচেয়ে বড় সমস্যা হয় জাগ দেওয়ার জায়গা পাওয়া। অনেক সময় দূরে জাগ দিতে গিয়ে খরচ বেড়ে যায়। তবে এবার বর্ষা আগেই শুরু হওয়ায় সেই সমস্যাও হয়নি। এবার দাম ভালো পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

চাটমোহর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, পাট চাষে চাটমোহরের কৃষকদের মধ্যে সুদিন ফিরেছে। সরকারি প্রণোদনায় কৃষকেরা উপকৃত হয়েছেন। পাটজাত পণ্যের ব্যবহার উৎসাহিত হওয়ায় এর কদরও বেড়েছে। সেইসাথে বেড়েছে বাজারমূল্যও। তবে কৃষক যাতে কাক্সিক্ষত দাম পায়, সে জন্য বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, চাটমোহরে দিনে দিনে পাটের চাষ বাড়ছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। কৃষি বিভাগ উন্নত জাতের পাট চাষে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষকেরা ভালো ফলন পাচ্ছেন। এখন ভালো দাম নিশ্চিত করা গেলে তাদের আগ্রহ আরও বাড়বে এবং তারা লাভবান হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেবেন ট্রাম্প

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ