ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি

ক্লাব বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক : এ সপ্তাহান্তে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ ফাইনাল চেলসি বনাম পিএসজির মধ্যকার এক মহাযুদ্ধ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আরেকটি বিষয় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেÑমার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি।

সম্প্রতি নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারেই ফিফার নতুন অফিস খোলা হয়েছে। এই উদ্যোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলেই মনে করা হচ্ছে।

জানা গেছে, ফাইনালে ট্রাম্প শুধু দর্শক হিসেবেই নয়, ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন বলেও আলোচনা রয়েছে। গত বছর একই দিনে পেনসিলভানিয়ায় একটি খোলা সভায় ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনা এখনও স্মৃতিতে টাটকা। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবারের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে অত্যন্ত কঠোরভাবে। মেটলাইফ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮২ হাজার ৫০০ হলেও এমন এক ভিআইপি উপস্থিতির কারণে পুরো ভেন্যু ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, স্থানীয় পুলিশ, স্টেডিয়াম নিরাপত্তা টিম ও অন্যান্য সরকারি সংস্থাগুলো। সিক্রেট সার্ভিস সদস্যরা ম্যাচের আগেই ভেন্যুতে প্রবেশপথ, নিরাপদ কক্ষ, বিকল্প রুট ও সড়ক অবরোধ সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করবে। ব্যবহার করা হবে বিস্ফোরক শনাক্তকারী কুকুর, মেটাল ডিটেক্টর, এমনকি ট্রাম্পের জন্য বুলেট প্রুফ কাচের প্রাচীরও।

আরও পড়ুন

গোয়েন্দা ও কূটনৈতিক নিরাপত্তার সাবেক বিশেষজ্ঞ স্টিভেন রাইস বলেন, ভিআইপির উপস্থিতির কথা আগেভাগে জানানো হলে তা হুমকির মাত্রা অনেক বেড়ে যায়। হামলাকারীদের পরিকল্পনা করার সময় ও সুযোগ দুটোই তৈরি হয়। তবে সিক্রেট সার্ভিস এবং ভেতরের নিরাপত্তা বাহিনী সেই সম্ভাব্য সব ঝুঁকি মাথায় রেখেই পরিকল্পনা করে থাকে। এ ধরনের আন্তর্জাতিক ম্যাচে সাধারণত ফিফা নিজস্ব ভিআইপি বক্স নিয়ন্ত্রণ করে। তাই ট্রাম্পকে কোথায় বসানো হবে, তার পাশে বা আশপাশে কারা থাকবেন সবই নির্ধারণ করে ফিফা।

ধারণা করা হচ্ছে, ইনফান্তিনো, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দুই ক্লাবের সিনিয়র প্রতিনিধিদের সঙ্গেই ট্রাম্প বসবেন। সাবেক সেনা ও নিরাপত্তা বিশেষজ্ঞ নাইজেল থমাস বলেন, এমন বড় ইভেন্টে যেকোনো সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হয় মঞ্চ ধসে পড়া, ভিড়ের চাপে বিশৃঙ্খলা, আগুন লাগা, কিছু একটা ছুড়ে মারা সবকিছুর জন্যই থাকতে হয় বিকল্প ব্যবস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত