সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে আপত্তিকর নৃত্যরত যুবকদের মারপিট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : করতোয়া নদীতে নৌকায় পিকনিকে আসা যুবকেরা নদীপাড়ের মেয়েদের অশ্লীল নাচের মাধ্যমে আপত্তিকর অঙ্গ প্রর্দশন করায় স্থানীয় বাসিন্দাদের হাতে বেধড়ক মারপিটের শিকার হয়েছে। গত শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলায় ঘটনাটি ঘটে। নৌকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকার যুবকেরা ছিল বলে জানা যায়।
করতোয়া নদীপাড়ের বাসিন্দা আব্দুল হাকিম জানান, প্রায় প্রতিদিনই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নদী এলাকায় বিভিন্ন স্থান থেকে একাধিক পিকনিক পার্টির নৌকা আসে। ওইদিন বিকেলে নদীর পশ্চিম পাড়ে স্থানীয় কিছু মেয়ে বেড়াতে আসে। তাদের দেখে একটি নৌকায় থাকা যুবকেরা সাউন্ড বক্সের আওয়াজ বাড়িয়ে দেয় ও মেয়েদের লক্ষ্য করে আপত্তিকর অঙ্গ প্রর্দশন করে অশ্লীল নৃত্য পরিবেশন শুরু করে।
আরও পড়ুনএ অবস্থা দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে লাঠি নিয়ে ওই পিকনিকের নৌকায় উঠে যুবকদের পেটানো শুরু করলে তারা নৌকা থেকে নদীতে লাফ দিয়ে অন্য নৌকায় উঠে পালিয়ে যায়। স্থানীয় সলপ ইউপি সদস্য জিল্লুর রহমান শেখ জানান, নৌকায় পিকনিকে আসা যুবকদের এই ধরণের আচরণ কারও কাম্য না। এ ব্যাপারে পিকনিক আয়োজনকারীদের সচেতন হওয়া উচিত।
মন্তব্য করুন