সিরাজগঞ্জের রায়গঞ্জে এক রাতে ১০ গরু চুরি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙে এক রাতে দুই বাড়ির ১০টি গরু চুরি হয়েছে। এদিকে গত এক মাসে এ উপজেলায় বিভিন্ন স্থানে প্রায় ৩৩টি গরু চুরি হয়েছে। অপরদিকে গরু চুরি রোধে প্রশাসনের সচেতনতামূলক সভা ও রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছে কৃষকেরা। তারপরও গরু চুরি যেনো কোনভাবে রোধ হচ্ছে না। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত শুক্রবার গভীররাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া খাঁ বাড়ির বাসিন্দা খামারি শফিকুল ইসলাম খাঁনের গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা গভীর রাতে ৬টি গরু এবং একই ইউনিয়নের এলাঙ্গী গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু মোট ১০টি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। বর্তমান বাজারমূল্য প্রায় ১০/১১ লাখ টাকা।
আরও পড়ুনসম্প্রতি এ উপজেলার বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। এখনও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে তাদের অভিযোগ। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে অভিযান চলছে। সংঘবদ্ধ চোরচক্রকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
মন্তব্য করুন