শাকিব খানের দুই জনপ্রিয় গানে পারফর্ম করলেন জেবিন
_original_1752333463.jpg)
অভি মঈনুদ্দীন ঃ শাহরিন মাহফুজা জেবিন, বাংলাদেশে এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় উপস্থাপিকা। ‘চ্যানেল টোয়েন্টি ফোর’-এ নিয়মিত একজন সাংবাদিক এবং উপস্থাপিকা হিসেবে কাজ করেন তিনি।
সর্বশেষ চলতি বছরের ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এও অংশগ্রহন করেছিলেন তিনি চ্যানেলটির পক্ষ থেকে। ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ থেকে ফিরে আবারো তিনি নিজের পেশাগত কাজেই ব্যস্ত হয়ে উঠেছেন। তবে এরইমধ্যে গত শুক্রবার রাজধানীর বনানী ক্লাবে বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন ‘নিউজ ব্রডকাস্টার অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ)’ আয়োজিত বার্ষিক সাধারণ সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়। বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই সাধারন সভায় সাংস্কৃতিক পর্বেও চমক ছিলো জেবিনের পারফর্ম্যান্স। গত দুই ঈদে বাংলাদেশে শাকিব খান অভিনীত দুটি সিনেমা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। দুটি সিনেমার একটি হচ্ছে ‘বরবাদ’ আরেকটি হচ্ছে ‘তাণ্ডব’। ‘বরবাদ’ সিনেমার জনপ্রিয় গান ছিলো ‘চাঁদ মামা’ এবং ‘তাণ্ডব’ সিনেমার জনপ্রিয় গান ছিলো ‘লিচুর বাগানে’। এই দুটি গানে সাদ্দামের কোরিওগ্রাফিতে বনানী ক্লাবে ‘এনবিএ’ আয়োজিত অনুষ্ঠানে দুর্দান্ত পারফর্ম্যান্সে জেবিন মুগ্ধ করেন সবাইকে। সাধারন সভায় উপস্থিত অনেকে জানতেনই না যে জেবিন এতো চমৎকার নাচতে পারেন। সবাইকে বিস্মিত করে দিয়ে জেবিন সবার মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন।
জেবিন বলেন,‘ শাকিব খানের দুই গানে পারফর্ম করে খুবই ভালো লেগেছে। মূলত নিউজ প্রেজেন্টারদের সংগঠন এনবিএ বার্ষিক সাধারণ সভা ও কালচারাল নাইট ছিলো সেদিন। সবার সাথে দেখা হয়েছে। নতুন অনেকেই যুক্ত হয়েছেন। অনেক সিনিয়র রা ছিলেন। সবাই খুব মজা করেছি! গল্প আড্ডা হলো! আমারই শুধু নাচের পারফর্ম্যান্স ছিলো। দুই ঈদের দুইটা দুইটা সুপারহিট গান লিচুরও বাগানে আর চাঁদ মামা গানে পারফর্ম করেছি। সবাই ভীষণ উপভোগ করেছে, এটাই বেশি ভালো লেগেছে। পারফর্ম্যান্সে ড্রেস দিয়ে পাশে থেকেছে সেলিব্রিটিস চয়েজ। আর এখানে পারফর্ম করার পর আমার কাছে মনে হলো আগামীতে বড় কোনো আয়োজনে এভাবে পারফর্ম করা যেতেই পারে।’
আরও পড়ুনজেবিন জানান তিনি কিছুদিন নাচ শিখেছেন। স্কুল কলেজে পড়াশুনাকালীন সময়ে তিনি সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে পারফর্ম করতেন। জেবিন উপস্থাপনা জীবনের শুরুতে এটিএন বাংলা, পরবর্তীতে প্রায় দুই বছর এনটিভি, এরপর আরো প্রায় দুই বছর যমুনা টিভিতে উপস্থাপনা ও সাংবাদিকতা এবং তারপর আরো এক বছর ৭১ টিভিতে উপস্থাপনা ও সাংবাদিকতা করার পর আবারো তার নিজের প্রিয় কর্মস্থল এনটিভিতে কাজ করেন। ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত জেবিন ‘চ্যানেল টেয়োন্টি ফোর’র সাথে সম্পৃক্ত। আছেন একজন উপস্থাপিকা হিসেবে, করছেন সাংবাদিকতাও। খুউব বেশি জরুরী সময়ে তিনি মাঠ পর্যায়েও সাংবাদিকতায় সময় দেন তিনি। তবে ২০২৫ এসে অভিনয় নিয়েও ভাবছেন জেবিন। উপস্থাপনা যখন শুরু করেন তিনি সেই সময়ে থেকেই অভিনয় করার প্রস্তাব আসছিলো। জেবিন বলেন,‘ এতোদিন অভিনয় নিয়ে না ভাবলেও, এখন অভিনয় নিয়ে ভাববো।’
মন্তব্য করুন