ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

লালমনিরহাটে ১শ’ ভূমিহীন পরিবার খুঁজে পেলো নতুন ঠিকানা

লালমনিরহাটে ১শ’ ভূমিহীন পরিবার খুঁজে পেলো নতুন ঠিকানা। ছবি সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম এলাকায় ১শ’ ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ ১৫ একর জমি পুনরায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সরেজমিনে উপস্থিত থেকে সাড়ে ছয় একর এ জমি উদ্ধার করেন।

জানা গেছে, ২০০০ সালে কাশীরাম মৌজায় প্রায় ১৫ একর জমিতে ১শ’ ভূমিহীন পরিবারকে ব্যারাক নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল। তবে ২০০৩-০৪ সালে নদী ভাঙনের ফলে ব্যারাকগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে একই স্থানে নতুন চর জেগে উঠলে, প্রতি পরিবারকে ৫ শতাংশ করে কবিলত দলিলের প্রেক্ষিতে ৬.৬৬ একর জমি উদ্ধার করে ১০ ফিট রাস্তা নির্ধারণ করে ভূমিহীন পরিবারগুলোকে উদ্ধার করে দেন।

তবে দীর্ঘদিন ধরে জমির উপর অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে প্রকৃত অধিকারভোগীরা তাদের জমির দখল পাচ্ছিলেন না। তখন গত জানুয়ারি মাসে একটি সরকারি পরিমাপক (সার্ভেয়ার) দলকে ভূমি পরিমাপে পাঠানো হলে তাদের দখলদাররা ভূমি পরিমাপে বাধা দেন বলে জানা গেছে।

আরও পড়ুন

অবশেষে এদিন কালীগঞ্জ থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিমের সহায়তায় লাল পতাকা টানিয়ে ৬.৬৬ একর জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন যাদের বিগত সময় ৫ শতাংশ করে জমি কবিলত করে দিয়ে পুনর্বাসন করা হয়েছিল তাদের এ জমি বুঝিয়ে দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

স্থানীয়দের দাবি, আশ্রায়ণ প্রকল্পের এই জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এখানে বসবাসরত অনেকেই অন্যের জমিতে বা সরাকারি বাধে বসবাস করছেন। এই জমি উদ্ধার করে দেওয়ার কারণে ভূমিহীনরা পুনরায় তাদের বসতবাড়ি নির্মাণের ঠিকানা যেমন খুঁজে পেলো তেমনি নতুন জীবনেরও সূচনা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস

মিডফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ঘটনার লম্বা মনির ও আলমগীর গ্রে ফ তা র | Daily Karatoa

ছেলের প’র’কী’য়া ঠেকাতে মা ফোন করে বিমানে বো মা: র‌্যাব | Daily Karatoa

'সুশীল সমাজ থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল?' | Inqilab Moncho | Daily Karatoa

সরকার কেন হত্যা নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের