ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজের সঙ্গে আবারও মন্দিরা

রাজের সঙ্গে আবারও মন্দিরা

কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর। পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের এই সিনেমায় অভিনেতা শরিফুল রাজের বিপরীতে দেখা যায় তাকে। আবারও একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমার নাম ‘প্রতিদ্বন্দ্বী’। পরিচালনা করবেন মিঠু খান।তিনি বলেন, সিনেমাটি নিয়ে প্রযোজকের সঙ্গে প্রাথমিক আলাপ করেছি। স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের কাজ চলছে।

জানা গেছে, মফস্বল শহরের এক ভালোবাসার গল্প নিয়ে সিনেমা। চলতি বছরের শেষদিকে শীতের আবহে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় এবং ঢাকায় হবে শুটিং।

ঈদুল আযহায় মুক্তি পায় মন্দিরার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’, যেখানে আরিফিন শুভর সঙ্গে দেখা যায় মন্দিরাকে। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের চেনামুখ হয়ে উঠছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুটি সিনেমার কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন মন্দিরা। প্রশংসা করেন সহশিল্পী হিসেবে পাওয়া দুই নায়ক শরিফুল রাজ ও আরিফিন শুভর।

শরিফুল রাজকে নিয়ে মন্দিরা বলেন, ‘যখন কাজলরেখার শুট চলছিল, রাজের সঙ্গে খুবই কম কথা হতো। যতটুকু সিন ততটুকুই। এছাড়াও আমাদের তখন বন্ধুত্বটা সেরকম ছিল না। তবে রাজের ব্যাপারে বলব, সে তুখোড় এক অভিনেতা, এবং পুরোটা সময় সে তার ক্যারেকটারে থাকতে পছন্দ করে। আর খুব ডেডিকেটেড; আমাকে খুব হেল্প করেছে।’

আরও পড়ুন

নতুন সিনেমা প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘তৃতীয় সিনেমা নিয়ে এখন বলে দিলে সারপ্রাইজটা তো আর থাকল না। এতটুকু বলতে পারি, তৃতীয়টা আরও ভালো কিছু হতে যাচ্ছে।

মন্দিরা আরও বলেন, ‘আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয়, দিনশেষে গল্পটাই তো ম্যাটার করে। একটা মানুষ এত টাকা দিয়ে সিনেমা দেখতে যাবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, মানসম্মত জিনিস যদি না দেখে, তাহলে আমার মনে হয় ওরকম কাজ না করাই ভালো। আমি বেছে কাজ করি, কম কাজ করি, ভালো কাজ করতে চাই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম

ভেস্তে যাওয়ার পথে গাজার যুদ্ধবিরতি আলোচনা

প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজক পরিস্থিতি রাখতে চাচ্ছে সরকার : যুবদল সভাপতি

‘আমি কি এই দেশে নিরাপদ :বাঁধন

নতুন রানি পাচ্ছে উইম্বলডন

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার