ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

২০২৬ সালের গান্ধী জয়ন্তীতে মুক্তি পাচ্ছে দৃশ্যম থ্রি

দৃশ্যম থ্রি

বিনোদন ডেস্কঃ মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। প্রথম ছবিতে যেখানে অজয় দেবগনের নিখুঁত প্ল্যানিং এবং আবেগে পরিপূর্ণ এক বাবার গল্প দেখেছিল দর্শক, দ্বিতীয় কিস্তিতে তা আরও তীব্র হয়েছিল আইনি সংঘর্ষ আর চতুরতার লড়াইয়ে। আর এবার সেই গল্পই পৌঁছেছে তার চূড়ান্ত অধ্যায়ে।
 
অফিসিয়ালি ঘোষণা হয়েছে—‘দৃশ্যম থ্রি’ নিয়ে ফিরছেন সেই ত্রয়ী: অজয় দেবগন, টাবু এবং অক্ষয় খান্না। পরিচালনায় থাকছেন আগের মতোই অভিষেক পাঠক। গল্প শুরু হবে দৃশ্যম টু-র ঠিক শেষ থেকে, যেখানে আগুন পুড়েছিল, এবার সেই ছাই থেকে উঠে আসবে আরও ভয়ংকর দ্বন্দ্ব।
 
একদিকে ভিজয় সলগাঁওকর—যিনি তাঁর পরিবারকে রক্ষা করতে মরিয়া, অন্যদিকে আইজিপি মীরা দেশমুখ—যিনি কোনোমতেই হার মানবেন না। আর আইনের জটিলতা, যুক্তির ব্যুৎপত্তিতে হাজির থাকবেন অ্যাডভোকেট জেনারেল তারুণ আহলাওয়াত। এই ত্রিমুখী সংঘর্ষে কে জিতবে—তা জানার অপেক্ষা আগামী বছর।
 
২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে শুটিং। একটানা কাজ করে ২০২৬ সালের গান্ধী জয়ন্তীতেই দর্শকদের সামনে আসবে এই ছবির চূড়ান্ত অধ্যায়। জানা যাচ্ছে, আগের কিস্তির চরিত্র শ্রিয়া সারনও থাকছেন এবার, তবে চূড়ান্ত কাস্টিং এখনও চলমান।
 
এই ছবিতে শুধু এক্সাইটমেন্ট নয়, থাকবে এক গভীর আবেগ ও বুদ্ধির প্রতিযোগিতা—যা এই সিরিজকে বরাবরই আলাদা করেছে। অনেকের মতে, ‘দৃশ্যম থ্রি’ শুধু একটি সিনেমা নয়, বরং এটি হবে বলিউড থ্রিলারের ইতিহাসে এক ঐতিহাসিক মোড়।
 
এবারের বাজি বড়, মুখোমুখি চরম, আর নিষ্পত্তি? সেটিই জানাবে ২০২৬ সালের গান্ধী জয়ন্তী। তবে দর্শক অপেক্ষায়—ভিজয় সলগাঁওকর কি এবারও নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন, নাকি এবার আইনের ফাঁদে ধরা পড়বে সেই নিখুঁত প্ল্যান?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে শিরোনামহীনের গান

পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম

ভেস্তে যাওয়ার পথে গাজার যুদ্ধবিরতি আলোচনা

প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজক পরিস্থিতি রাখতে চাচ্ছে সরকার : যুবদল সভাপতি

‘আমি কি এই দেশে নিরাপদ :বাঁধন

নতুন রানি পাচ্ছে উইম্বলডন