ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া-নওগাঁ মহাসড়কের

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজ’র জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজ’র জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলা সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ায় অবশেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনাফ সরকারসহ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস টিম অংশগ্রহণ করেন।

বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড থেকে সিও অফিস বাসস্ট্যান্ড হয়ে তিশিগাড়ী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দু’ধারের জায়গা অবৈধভাবে দখল করে একটি মহল স্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচাবাজারসহ অনেকে অবৈধ দখল নিয়ে পাকা ইমারত তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান গড়েও তুলেছেন। এতে যানজটসহ দুর্ঘটনা বেড়েছে। তিন বছর আগেও বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সড়কের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

উচ্ছেদ অভিযানে সেসময় অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বহুতল ভবনের অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়। ফলে দুপচাঁচিয়া উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড থেকে তেলিগাড়ী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটির দু’ধারে অবৈধ দখল মুক্ত হয়। এতে একদিকে যেমন যানজট মুক্ত হয় তেমনি সাধারণ মানুষের চলাচলেও স্বাচ্ছন্দ ফিরে এসেছিল।

আরও পড়ুন

পুনরায় এই জায়গা দখল নেয়ায় ইউএনও শাহ্রুখ খান ওই সড়কের দু’ধারে অবৈধ সকল স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য পাঁচ দিনের সময় বেঁধে দেন। নির্ধারিত সময় পার হওয়ার পর অবশেষে প্রশাসন অভিযানে নামেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহরুখ খান জানান, ওই সড়কের দু’ধারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

৪১ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

বগুড়ার মোকামতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারি গ্রেফতার

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : দুলু 

আগামীকাল ঢাবি'র সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা