ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি পিএসজি-রিয়াল

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি পিএসজি-রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে পিএসজির মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। রাত ১টায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ইউরোপের শীর্ষ দুই দল। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি।

২০২৩-২৪ মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। এরপর আর পিএসজি’র বিপক্ষে খেলেননি ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। এবারই প্রথম এমবাপেকে সাবেক ক্লাবের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে ভাগ্য। বুধবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে সাবেক ক্লাব ও সতীর্থদের বিরুদ্ধে কেমন খেলেন এমবাপে, সেটি দেখতে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা। এমবাপে ক্লাব ছেড়ে আসার পরের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। এর আগে ২০২০ সালে এমবাপে থাকাকালীন ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

রিয়ালের বিপক্ষে নামার আগে কোচ লুইস এনরিকের কাছে প্রশ্ন করা হয়, এমবাপে থাকাকালে নাকি বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি বেশি শক্তিশালী? সে তুলনায় অবশ্য যেতে রাজী হননি পিএসজি কোচ। সংবাদ সম্মেলনে এ বিষয়ে এনরিকে বলেন, ‘এটা অতীতের প্রশ্ন, আর আমি এখানে অতীত নিয়ে কথা বলতে আসিনি। আমি শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছি।’ তবে নিজের সাবেক খেলোয়াড়ের মুখোমুখি হওয়াটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এনরিকে। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলাটা অবশ্যই বাড়তি অনুপ্রেরণা।’

এই ম্যাচে দু’দলকে নিউ জার্সির তীব্র গরমের সঙ্গেও লড়তে হবে। মঙ্গলবার চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যকার সেমিফাইনালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়। সাথে ছিল ৫৪ শতাংশের বেশি আর্দ্রতা, যার ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্কবার্তাও জারি করেছিল।

আরও পড়ুন

এনরিকে বলেন, ‘আমরা এখন এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। বিশ্বকাপেও এমন আবহাওয়াতেই খেলতে হয়েছে। তাই এটা আমাদের কাছে এখন স্বাভাবিক ব্যাপার। এই ধরনের আবহাওয়া খেলোয়াড়দের জন্য কঠিন এবং খেলার সৌন্দর্যও কমে যায়। তবে এটি দুই দলের জন্যই সমান।’ সব চ্যালেঞ্জের পরেও সাবেক বার্সেলোনা কোচ এই গুরুত্বপূর্ণ ম্যাচটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। এনরিকে বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা অবশ্যই একটি বিশেষ ম্যাচ। তবে একই সঙ্গে আমরা এই ধরনের ম্যাচ খেলতে ভালোবাসি। কারণ এর মানে হলো আমরা আমাদের কাজ ঠিকভাবে করেছি এবং সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছি।’

পরিসংখ্যানের দিক থেকে পিএসজি ও রিয়ালের লড়াই বেশ প্রতিযোগিতামূলক। সর্বশেষ পাঁচ দেখায় দু’দলই জমজমাট লড়াই করেছিল। এই ৫ ম্যাচে দুটি করে জিতেছে পিএসজি ও রিয়াল। বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ দিনে শিক্ষার্থীদের কর্মসূচী ‘বাংলা ব্লকেড’

রিয়াল মাদ্রিদকে ৪-০ তে উড়িয়ে ফাইনালে পিএসজি

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ

জাতিসংঘের বিশেষ দূত আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস