ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

আশুগঞ্জে ইয়াবাসহ পাখি জসিম গ্রেফতার

আশুগঞ্জে ইয়াবাসহ পাখি জসিম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকি ও পুলিশের হ্যান্ডকাফসহ জসিম ওরফে ‘পাখি জসিম’ (৪২) নামে এক আলোচিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক নারী সহযোগীকেও আটক করা হয়।

গতকাল সোমবার (৭ জুলাই) রাতে আশুগঞ্জের জাকির মার্কেট এলাকায় অবস্থিত ‘শাহজালাল পাখির মেলা’ নামের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় আশুগঞ্জ সেনা ক্যাম্পের একটি টিম।

গ্রেফতারের পর আজ মঙ্গলবার (৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত জসিম নবীনগর উপজেলার মো. তৈয়ব মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুগঞ্জে বসবাস করে পাখি ব্যবসার আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি পাখি জসিম নামে পরিচিত। তিনি পুলিশের একটি ‘সোর্স’ হিসেবেও পরিচিত ছিলেন এবং প্রায়ই পুলিশের অভিযানে অংশ নিতে দেখা যেত। শারীরিক গঠন ও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় অনেকেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করতেন।

আটক নারী সহযোগী হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে মোছা. হোসনা আক্তার (২৪)। অভিযানকালে জসিম ও হোসনার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১,৩৯,৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি সেট এবং পুলিশের একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়।

আরও পড়ুন

অভিযান শেষে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাখি জসিম দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির একাধিক সভায় অভিযোগ উঠেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর