বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানা পুলিশ অজ্ঞাতনামা (৪৮) মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আজ শনিবার (৫জুলাই) সকালে পুলিশ উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া হাটের দোকান ঘরের ছাউনির নীচ থেকে তার মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানায় ওই ব্যক্তি গত দু-সপ্তাহ আগে থেকে ওই হাটের ছাউনির নীচে অবস্থান করছিল।
আরও পড়ুনআজ শনিবার (৫জুলাই) সকালে আশেপাশের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি।
মন্তব্য করুন