রংপুুরের গঙ্গাচড়ায় বালুভর্তি ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ আহত ৭

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুুরের গঙ্গাচড়ায় বালুভর্তি ট্রলি ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার বড়াইবাড়ি-গঙ্গাচড়া সড়কে মন্থনা বাজারের পূর্বদিকে নবরকুড়া ব্রিজ সংলগ্নস্থানে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- অটোরিকশা চালক আলমবিদিতর কিসামত কুতুব গ্রামের আনারুল (৪০), বড়বিল মনিরামের সাজু মিয়া (৫০), আলমবিদিতর তুলসীরহাটের লিজু (৩৫), আলমবিদিতর কুতুব হাটের রেজাউল (৫০) এবং আলমবিদিতর কুতুব স্লুইচ গেট এলাকার আশেক আলী ও আনোয়ারা বেগম দম্পতি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোলকোন্দ ইউনিয়নের ইট-বালু ব্যবসায়ী রেজাউলের বাড়ি থেকে একটি বালুভর্তি ট্রলি বড়বিল মনিরামের উদ্দেশ্যে যাওয়ার পথে মন্থনা নবরকুড়া নামক এলাকায় ব্রিজের কাছে আলমবিদিতর কুতুব থেকে গঙ্গাচড়াগামী অটোরিকশাকে ধাক্কা দেয়।
আরও পড়ুনএসময় অটোরিকশার চালকসহ ৬জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় অটোরিকশাটি দুমরেমুচরে যায়। এসময় জনতা ট্রলিটিকে মন্থনা বাজারে আটক করে। তবে ট্রলিচালক পালিয়ে যায়।
গঙ্গাচড়া মডেল থানার বড়বিল ইউনিয়ন বিট অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আজিবর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। গুরুতর অসুস্থদের চিকিৎসা চলছে। অটো এবং ট্রলিটি জিম্মায় আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন