নিউজ ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই, ২০২৫, ০৭:০৫ বিকাল
ঢাবিতে ভর্তিচ্ছু চার অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাহীন
_original_1751461472.jpg)
ছাত্রদল নেতা শাহীন
ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু চারজন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির যাবতীয় দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের সহ-সভাপতি ও শহীদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি মাহবুব আলম শাহীন।
সম্প্রতি শিক্ষার্থীদের হাতে ভর্তি ফি ও অন্যান্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পৌঁছে দেন তিনি। নৃত্যকলা, দর্শন, গণিত ও রাষ্ট্রবিজ্ঞান—এই চারটি বিভাগে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন মানবিকতার।
এই উদ্যোগ প্রসঙ্গে মাহবুব আলম শাহীন বলেন, “মানুষ মানুষের জন্য। এই জায়গা থেকে আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমি বা আপনি একজন-দুজনকে সাহায্য করে হয়তো কারো সাময়িক আর্থিক সংকট লাঘব করতে পারি, তবে দারিদ্র্য বিমোচন এককভাবে সম্ভব নয়। দারিদ্র্য একটি দুষ্টচক্র, যেটা আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান যে সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি।”
উল্লেখ্য, ঢাবিতে প্রতিবছরই অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক অস্বচ্ছলতার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে পিছিয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।
মন্তব্য করুন