বগুড়ার স্টেশন রোডে ফুটপাত ও সড়কে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বগুড়া শহরের স্টেশন রোডের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনের সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অর্ধশতাধিক অবৈধ দোকান অপসারণ করা হয়।
পুলিশ অভিযান শুরু করলে ভ্রাম্যমাণ দোকানীরা সরে গেলেও যারা খুঁটি গেড়ে বসেছিলেন তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমানের নেতৃত্বে অভিযান চলাকালে স্থাপনা ভেঙ্গে ট্রাকে তোলা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান সাংবাদিকদের বলেন, যানজটের অন্যতম কারণ হচ্ছে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করা। ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করতে এই অভিযান পরিচারনা করা হয়।
আরও পড়ুনআগামীতেও এই অভিযান চলবে। অভিযার পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মুঞ্জুর, সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ টিআই (এডমিন) মো: সালেকুজ্জামান খাঁন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন