ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘন্টা পর মিলল শিশু আবিরের মরদেহ

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘন্টা পর মিলল শিশু আবিরের মরদেহ

নাটোর: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘন্টা পর মিলল শিশু মিনহাজ হোসেন আবিরের (৮) মরদেহ। 

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নিখোঁজ হয় শিশু আবিরের মরদেহ মহিষ ভাঙ্গা এলাকার একটি বনলটা মসলার কারখানা জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আবির ওই এলাকার জনৈক মিলন হোসেনের একমাত্র ছেলে এবং মহিষ ভাঙ্গা এলাকার আবিদ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান সারোয়ার হোসেন জানান, বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আবির। এই ঘটনায় সন্ধ্যার দিকে তার বাবা মিলন হোসেন থানায় একটি ডায়েরি করেন।

আরও পড়ুন

রাত্রি নয়টার দিকে বনপাড়া পৌর এলাকার মহিষ ভাঙ্গা এলাকার বনলতা মসলা ফ্যাক্টরি পাশের জমিতে ভুট্টার গাছ দিয়ে ডাকা আবিরের রক্তমাখা মরদেহ দেখতে পান পরে পুলিশের খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আমরা দ্রুততার সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে দশদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

পা‌কিস্তা‌নের হাইকমিশনারের স‌ঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নূরুল হক নূর

দৌলতদিয়ায় পদ্মার এক কাতল বিক্রি হলো ৪৪ হাজার টাকায়

নান্দাইলে পাওনা টাকা আদায় করতে দেনাদারদের নাম টানালেন ব্যানারে!

ক্ষুদ্র জীবনে এতদূর আসবো কোনোদিন ভাবিনি: আবিদুল