ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ভাতিজার ছুরিকাঘাতে চাচি খুন

ভাতিজার ছুরিকাঘাতে চাচি খুন

গাজীপুরের কাপাসিয়ায় ছুরিকাঘাতে চাচিকে হত্যার ঘটনা ঘটেছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নারগিস আক্তারকে (৪০)। এসময় আওলাদ হোসেন (৫০) ও তার ছেলে শামীম হোসেন (২৮) গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধরপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেন ও তার ভাই আওলাদ হোসেনের মাঝে দীর্ঘদিন বিরোধ চলমান ছিল। তিন মাস আগে জাকির হোসেনের ছেলে নাজমুল প্রায় সাত-আট ভরি স্বর্ণালংকার আওলাদ হোসেনের ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা একাধিকবার সালিশ বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি। মঙ্গলবার দুপুর থেকে নাজমুলের ছেলে নীরব সরকারকে (৬) খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে রাত সাড়ে ১১টার পর নীরব বাড়ি ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে শামীমের ঘর থেকে বেরিয়ে এসেছে বলে জানায়। এ নিয়ে বুধবার সকালে উভয়ের বাড়ির মাঝখানের রাস্তায় একটি সালিশ বৈঠক শুরু হওয়ার আগে তারা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নাজমুল ছুরি দিয়ে তার চাচি নারগিস আক্তারকে আঘাত করে।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারগিস আক্তার মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান, সালিশ বৈঠকের আগে তারা বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ ঘটনায় নাজমুলের বাবা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার