ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধৃত সেলিম উপজেলার প্রতাব খাদুলী গ্রামের মালেক উদ্দিনের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মথুরাপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি। এর আগে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রতাব খাদুলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাংচুর করে।

আরও পড়ুন

এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে ২৬ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে রাস্তা অবরোধ করে কৃষকের বিক্ষোভ 

লালমনিরহাটে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

তারেক রহমানের উপহার পেলেন ক্ষুদে ফুটবলার জিসান, নিলেন দায়িত্ব 

ডেঙ্গু : আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, পুলিশকে ধাওয়া