ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

রংপুরের বদরগঞ্জে গোপিনাথপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকে শোকজ

রংপুরের বদরগঞ্জে গোপিনাথপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকে শোকজ। ছবি সংগৃহীত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী হাসানুজ্জামানকে শোকজ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন। আজ সোমবার (২৩ জুন) তিনি ওই শোকজ নোটিশ জারি করেন এবং তিন কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গোপিনাথপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে আব্দুল মোতালেব ও আব্দুস সামাদ নামে স্থানীয় দুই সবজি ব্যবসায়ী কাঁচা মরিচ কেনাবেচা করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় স্বাস্থ্যকর্মী হাসানুজ্জামান কখন আসেন আর যান তা’ কেউই জানেন না।

তবে তার আসা যাওয়ার খবর কেউ না জানলেও ক্লিনিকের চাবি থাকে ওই দু’ ব্যবসায়ীর কাছে- এটা সবারই জানা। আর সুযোগ কাজে লাগিয়ে দুই ব্যবসায়ী সেখানে মরিচের আড়ৎ খুলে বসেছেন। সেখানেই তারা চাষিদের কাছ থেকে মরিচ কেনেন আবার তা’ খুচরা সবজি ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করেন। এনিয়ে আজ সোমবার (২৩ জুন) দৈনিক করতোয়ার ৫নং পাতায় ‘বদরগঞ্জের গোপিনাথপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এখন কাঁচা মরিচের আড়ৎ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সর্বত্রই তোলপাড়ের সৃষ্টি হয়।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিষয়টি আসার পর আজ সোমবার (২৩ জুন) তাকে (হাসানুজ্জামান) শোকজ করা হয়েছে এবং তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছে : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, মাছ ধরায় নিষেধাজ্ঞা

ফারুককে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী

মেহেরপুর সীমান্ত দিয়ে চারজনকে ঠেলে দিয়েছে বিএসএফ