ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

অন্ডকোষে স্ত্রীর লাথি, প্রাণ গেল স্বামীর

অন্ডকোষে স্ত্রীর লাথি, প্রাণ গেল স্বামীর, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : পাবনার সুজানগর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর লাথিতে সবুজ হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার (২২ জুন) দুপুরে নিহতের স্ত্রী আমেনা খাতুন আন্নাকে (২০) গ্রেফতার করে তার ১৫ মাসের কন্যা শিশুসহ আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিহত সবুজ হোসেন উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত আমেনা খাতুন আন্না দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আমিন সরদারের মেয়ে। এ ঘটনায় নিহত সবুজের চাচাতো ভাই বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় তিন বছর আগে সবুজ ও আমেনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ১৫ দিন আগে আমেনা কন্যাকে নিয়ে বাবার বাড়ি যান। পরে সবুজ বুধবার (১৮ জুন) রাতে স্ত্রী ও সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যান। সেখানেই গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে আমেনা খাতুন ক্ষিপ্ত হয়ে স্বামী সবুজের অণ্ডকোষে লাথি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ মারা যান। ঘটনার পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, আমেনা খাতুন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর অণ্ডকোষে লাথি মেরে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, সবুজ নিয়মিত মাদক সেবন করতেন এবং মাদকের নেশায় স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। ঘটনার দিনও সবুজ নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি করেন আমেনা। আত্মরক্ষার জন্যই তিনি এমন কাজ করেছেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, মাতৃদুগ্ধ শিশু হওয়ায় গ্রেফতার আমেনার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ মাসের কন্যা সন্তানকেও মায়ের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

অবশেষে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা : রাকসু নির্বাচন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি ব্যাটার

পুরুষদের প্রতি তামান্নার অনুরোধ

৮ বছর আগে ‘নিখোঁজ’ স্বামীকে ইনস্টাগ্রামে খুঁজে পেলেন স্ত্রী, সঙ্গে অন্য নারী

বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্র কালিতলা গ্রোয়েন বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ