ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর আত্মহত্যার নেপথ্যে স্ত্রীর পরকীয়া, প্রেমিক গ্রেফতার

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর আত্মহত্যার নেপথ্যে স্ত্রীর পরকীয়া, প্রেমিক গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে ব্যবসায়ী রাসেল আহম্মেদের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি মিন্টু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ধুনট শহর এলাকা থেকে মিন্টুকে গ্রেফতার করা হয়। মিন্টু মিয়া ধুনট পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে আবু রায়হান সোনার ছেলে রাসেল আহম্মেদ ধুনট হাইস্কুল মার্কেটে ইন্টারনেট এক্সেসরিজ ও ব্রডব্যান্ড ক্যাবলের ব্যবসা করতেন। প্রেমের সম্পর্ক থেকে প্রায় ১৫ মাস আগে রাসেল ধুনট পৌর এলাকার দক্ষিণ অফিসার পাড়ার লুৎফর রহমানের মেয়ে নাদিরা খান প্রেমাকে বিয়ে করেন।

বিয়ের পর রাসেল স্ত্রীকে নিয়ে শ্বশুরের বাসার কাছে অন্য একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সাংসারিক প্রয়োজনে রাসেলের শ্বশুর-শাশুড়ি বিভিন্ন সময়ে নাদিরা খান প্রেমার মাধ্যমে রাসেলের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন।

এদিকে রাসেলের স্ত্রী নাদিরা খান প্রেমা ধৃত আসামি মিন্টু মিয়ার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। রাসেল পরকীয়ার বিয়টি টের পাওয়ায় স্ত্রীর সাথে বিরোধের সৃষ্টি হয়। এ অবস্থায় ২৬ মে রাত সাড়ে ১০টায় রাসেল পাওনা ১০ লাখ টাকার জন্য শ্বশুরের বাসায় যান।

আরও পড়ুন

সেখানে পাওনা টাকা না দিয়ে রাসেলকে তারা নানাভাবে নির্যাতন করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাসেল তার ভাড়া বাসায় পৌঁছে পরের দিন ২৭ মে সকাল সাড়ে ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে আত্মহত্যা করেন। এসময় ওই বাসায় অন্য কেউ ছিল না।

এ ঘটনায় নিহত রাসেলের বাবা আবু রায়হান সোনা বাদি হয়ে ১ জুন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নাদিরা খান প্রেমা তার মা-বাবা, ভাই ও পরকীয়া প্রেমিক মিন্টু মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়। ঘটনার পর নাদিরা খান প্রেমা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, আজ রোববার (২২ জুন) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে মিন্টু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা