ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

রংপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক 

রংপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক 

রংপুর জেলা প্রতিনিধি :  রংপুরের ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ ঘটনায় চালক পলাতক রয়েছে। আজ শনিবার (২১ জুন) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে এক বিশেষ অভিযানে কাউনিয়া থানা পুলিশ গাঁজাসহ প্রাইভেটকার আটক করে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে কাউনিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে রংপুরগামী মহাসড়কে পুরাতন লাল-কালো রংয়ের প্রাইভেট কার থামানোর সংকেত দিলে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে কৌশলে অন্ধকারে পালিয়ে যায়।

তার পিছনে ধাওয়া করেও আটক করা সম্ভব না হলে সন্দেহভাজন প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। তল্লাশির সময় প্রাইভেট কারটির পিছনের ডালায় বিশেষ কায়দায় লাল পলিথিনে মোড়ানো পাটের সুতলি দিয়ে বাঁধা ৩টি পোটলা পাওয়া যায়।

আরও পড়ুন

সেই পোটলার ভিতরে তিনটি পৃথকভাবে রাখা পোটলায় ১১ কেজি গাঁজা পাওয়া যায়। পরে প্রাইভেটকারসহ ওই মাদকদ্রব্য ঘটনাস্থল থেকে বিধি মোতাবেক জব্দ করে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়। কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে হতাশ করেছে : আসক

সাবেক ১০ নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা-উত্তরবঙ্গ সড়ক বন্ধের হুঁশিয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের  

ছাত্রলীগের চাঁ’নবাবগঞ্জ পৌর শাখা সভাপতি গ্রেফতার 

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না

ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের