ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

এশিয়ান কাপে স্বর্ণ জিতলেন টাইগার আলিফ

এশিয়ান কাপে স্বর্ণ জিতলেন টাইগার আলিফ

স্পোর্টস ডেস্ক:  সিঙ্গাপুরে এশিয়ান কাপ আরচ্যারির রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রুদ্ধশ্বাস এক ফাইনালে জাপানের গাকুতো মিয়াতাকে হারিয়ে সোনার পদক জিতেছেন তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ। ৬-৪ সেট পয়েন্টে জয়ের মাধ্যমে দেশের গর্ব হয়ে উঠেছেন বিকেএসপির এই তরুণ।


প্রথম দুই সেটেই ছিল আলিফের দারুণ নিয়ন্ত্রণ। প্রথম সেটে ২৮ এবং দ্বিতীয় সেটে ২৯ পয়েন্ট স্কোর করে প্রতিপক্ষকে চাপে ফেলেন তিনি। প্রতিদ্বন্দ্বী মিয়াতা যথাক্রমে ২৭ ও ২৮ পয়েন্ট করলেও, এগিয়ে ছিলেন বাংলাদেশের আলিফ। শুরুতে ৪-০ ব্যবধানে লিড নেওয়ার পর দৃশ্যপট কিছুটা বদলায়।

 

তৃতীয় ও চতুর্থ সেটে ফিরে আসে জাপানি প্রতিপক্ষ। এক সময় সেট পয়েন্ট সমতায় (৪-৪) চলে আসে ম্যাচ। তখন ফাইনালের উত্তেজনা চরমে পৌঁছায়। শেষ সেটে স্বর্ণের জন্য প্রাণপণ লড়াই হয়। সেখানে আলিফ তার স্নায়ু ধরে রাখেন দুর্দান্তভাবে। তিনি ২৯ পয়েন্ট তুলে নেন শেষ সেটে, যেখানে মিয়াতা করতে পারেন মাত্র ২৬। এতেই নিশ্চিত হয়ে যায় স্বর্ণ জয়।

আরও পড়ুন

সোনাজয়ের আনন্দে ম্যাচ শেষেই আলিফকে ১ হাজার সিঙ্গাপুর ডলারের আর্থিক পুরস্কার দেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

আলিফ গত কয়েক বছর ধরে বিকেএসপিতে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। জাতীয় পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের জাত চেনালেন। এই সোনা শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের আর্চারি ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

আ.লীগের যারা পদে ছিল তারা যেন কেউ বিএনপিতে স্থান না পায়: রিজভী

স্থানীয় মেধায় বিনিয়োগই বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিদর্শন শেষে কথা বলছেন ইউজিসি চেয়ারম্যান | Daily Karatoa

বিগত ৫৩ বছরের মতো নির্বাচন হলে স্বৈরাচার আসবে: সৈয়দ রেজাউল করিম | Daily Karatoa

কেমন হল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা? | Dhaka University | Daily Karatoa