ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় ঘটনায় যেভাবে ধরা পড়ল তিনজন

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় ঘটনায় যেভাবে ধরা পড়ল তিনজন

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শাজাহানপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-শহরের ফুলতলা এলাকার মৃত কোরবান আলীর ছেলে কামরান মন্ডল শামীম (৩৮), শহরদিঘীর শহিদুল মন্ডলের ছেলে রাকিব মন্ডল (৩২) ও শাজাহানপুরের ডোমনপুকুর এলাকার আবু সাঈদের ছেলে মো. সাকিব (২২)।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে মিজানুর রহমান নামে এক ব্যক্তি তার মা-বাবাকে টাকা দেওয়ার জন্য সাড়ে ২৮ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া বাড়ি হতে বের হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে আশেকপুর ইউনিয়নের রানিরহাট বাজারস্হ নাইস টেইলার্স নামে দোকানের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলযোগে আসা ৮-১০ জন দুর্বৃত্তের কবলে পড়েন।

তারা মোটরসাইকেলের পথরোধ করে তাকে থামায়। এরপর অস্ত্রের মুখে মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে শাজাহানপুরের নন্দকুল গ্রামে একটি পুকুরের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং তাকে  মারপিট করে জখম করে। তার কাছে থাকা সাড়ে ২৮ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সেইসাথে মোবাইল ফোনে তার পরিবারের লোকের কাছ থেকে মুক্তিপণ বাবদ বিকাশে এক লাখ টাকা দাবি করে। এরপর তার পরিবারের লোকজন বিকাশে প্রাথমিক অবস্থায় ১৩ হাজার টাকা মুক্তিপণ দেন।

আরও পড়ুন

এছাড়া তারা অপহৃত ব্যক্তির পার্সোনাল বিকাশ একাউন্টে নগদ একাউন্ট থেকে ১৬ হাজার টাকা বের করে নেয় এবং তার মোটরসাইকেল অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে বন্ধক রেখে এক লাখ টাকা নেয়। তারা কাছ থেকে কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও নেয়। পরে ওই দুর্বৃত্তরা ওইস্থানে তাকে ফেলে রেখে চলে যায়। এর মিজানুর রহমান শারীরিক চিকিৎসা শেয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। এরপর ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৩ ও ১৭ জুন তথ্য প্রযুক্তির সহায়তায় ওই তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে অস্ত্র ও দাঙ্গাসহ চারটি এবং কামরান শামীমের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।  শাজাহানপুর থানার ওসি আরও জানান, অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে তরুণীর প্রেমে মগ্ন চীনা যুবক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট