ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বগুড়া-১ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় ভোটারদের মুখে যাদের নাম

বগুড়া-১ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় ভোটারদের মুখে যাদের নাম। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী আসনে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য প্রার্থী তালিকায় নবীনদের সংখ্যা বেশি। বিএনপি’র দুর্গ হিসেবে পরিচিত বগুড়া। এ জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে বগুড়া-১ নির্বাচনী আসন।

ওই আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় ভোটারদের মুখে মুখে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা ড্যাব’র সাবেক সভাপতি প্রফেসর ডা. শাহ মো. শাজাহান আলী, মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন, কর্নেল জগলুল আহসান, জিয়া শিশু-কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, সারিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু মন্ডল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদী আলম লিপি, ইয়াছিন রহমতুল্লা ইন্তাজ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

বগুড়া-১ আসনে অন্তর্ভুক্ত সোনাতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৬১ জন এবং সারিয়াকান্দি উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের আলোচনা এবং নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণার পর বগুড়া-১ আসনের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন।

এমনকি প্রার্থীরা প্রতিনিয়ত গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ করছেন। তারা দোয়া চাওয়ার পাশাপাশি ভোটও চাচ্ছেন, এমনকি দান অনুদান দিচ্ছেন। হাট-বাজার, রেল স্টেশন, চায়ের দোকানগুলোতে এখন মানুষ নির্বাচনী খোশ গল্পে মেতে উঠেছেন। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, এবার তিনি দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন।

আরও পড়ুন

একেএম আহসানুল তৈয়ব জাকির দৈনিক করতোয়া’কে বলেন, আমি আমৃত্যু সোনাতলা-সারিয়াকান্দিবাসীর খাদেম হিসেবে কাজ করবো। অধ্যক্ষ শাহাবুদ্দিন করতোয়া’কে  বলেন, যমুনা ও বাঙালী নদী স্থায়ী ভাঙনরোধে ব্যবস্থা নিবো। চর সংরক্ষণ করে শিল্প কারখানা স্থাপন করে বেকার সমস্যা দূর করবো। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও বিপণনে ব্যবস্থা নিবো।

ডাঃ শাহ মো. শাজাহান আলী করতোয়া’কে বলেন, সোনাতলা-সারিয়াকান্দীবাসীর মৌলিক চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবো। পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করবো। শিল্পপতি মহিদুল ইসলাম রিপন বলেন, সারিয়াকান্দি ও সোনাতলার চরাঞ্চলে পর্যটন কেন্দ্র ও নৌ বন্দর স্থাপন করে বেকারত্ব দূর করবো।

শাহাজাদী আলম লিপি দৈনিক করতোয়া’কে বলেন, সোনাতলা-সারিয়াকান্দিবাসীর নদীভাঙনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবো। বেকার সমস্যা দূরীকরণের শিল্প কলকারখানা স্থাপন করবো। মোশারফ হোসেন চৌধুরী বলেন, তরুণ ভোটারদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবো।

তৌহিদুল ইসলাম টিটু দৈনিক করতোয়া’কে বলেন, সোনাতলা-সারিয়াকান্দিবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবো। ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিবো। এলাকায় শিল্প কলকারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোরের বাগাতিপাড়ায় দুই হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে : বাঁধ ভাঙায় মামলা

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ‘ভয়েস অব জুলাই’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ