ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

জুলাইয়ে আসছে জয়ার “ডিয়ার মা’

জুলাইয়ে আসছে জয়ার “ডিয়ার মা’, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: জয়া আহসান সম্পর্কে বলা হয়, তিনি জন্মসূত্রে যতোটা ঢাকার, কর্মসূত্রে ততোধিক কলকাতার হয়ে আছেন। এমনকি এমনও অভিযোগ আছে, তিনি দেশের চেয়ে কলকাতার সিনেমায় বেশি কাজ করেন। যদিও জয়ার আছে পাল্টা অভিযোগ। অনেকবারই বলেছেন, দেশের সিনেমাতেই কাজ করতে চান তিনি। কিন্তু এখানে তাকে যথাযথ ব্যবহার করা হয় না।

তবে এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা। রায়হান রাফীর ‘তাণ্ডব’ ও তানিম নূরের ‘উৎসব’। সঙ্গে ঈদ বোনাস হিসেবে দর্শকদের উপহার দিয়েছেন আশফাক নিপুনের আলোচিত ওয়েব সিরিজ ‘জিম্মি’। তার আগে, ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। এই সিনেমাটির শুটিং হয়েছিল করোনাকালীন সময়ে।কয়েকদিন আগেই এই অভিনেত্রী জানিয়েছিলেন, ভারতে তার চারটি সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে। এরমধ্যে ১৮ জুলাই মুক্তি পাবে ‘ডিয়ার মা’ সিনেমাটি। খবরটি জয়া নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।  

১৭ জুন নিজের ফেসবুক ওয়ালে এই সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, “ডিয়ার মা’ আসছে ১৮ জুলাই। রক্তের সম্পর্ক না ভালবাসার টান?”মূলত অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটির ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’।

জয়া এর আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। সেখানে তিনি পর্দা শেয়ার করেছেন পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতার সঙ্গে।‘ডিয়ার মা’ সম্পর্কে জয়া এর আগে গণমাধ্যমকে বলেছিলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবারৃ এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করবো।’এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

আরও পড়ুন

জয়া ভক্তদের জন্য আরেকটি সুখবর। প্রায় এক বছর পর কলকাতার টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং বহরে যুক্ত হয়েছেন অভিনেত্রী। ১৪ জুন মহরতের মধ্য দিয়ে কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার দৃশ্যধারণ। যেখানে হাজির ছিলেন জয়া।এ সিনেমার প্রথম পর্ব সুপারহিট ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী।

এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়।বলা প্রয়োজন, দেশের প্রেক্ষাগৃহে চলছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’।

এই ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে এখনও এগিয়ে রয়েছে জয়ার দুটি সিনেমাই। দুটি সিনেমাই ব্যতিক্রমী, একটি অ্যাকশন অন্যটি পারিবারিক। দুটো ছবিই চলছে হাউজফুল, ঈদ থেকে এখনও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান