ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি ছাই আকাশে ১১ কিলোমিটার বেশি এলাকায় ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি হলো মাউন্ট লেওতোবি লাকি-লাকি, যেটি পর্যটন দ্বীপ ফ্লোরেসে অবস্থিত।মঙ্গলবার (১৭ জুন) বিকেলে দেশটির আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে ১,৫৮৪ মিটার (এক মাইল) উঁচু দুই জ্বালামুখের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়, যা পর্যটন দ্বীপ ফ্লোরেসের উপরে বিশাল মেঘ তৈরি করে।

তবে অগ্ন্যুৎপাতের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।গত নভেম্বরে একাধিকবার আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত ঘটে, নিহত হন নয়জন এবং হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। ছাইয়ের কারণে উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছিল।ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বলেছেন, অগ্ন্যুৎপাতের ৭ কিলোমিটারের মধ্যে কারো অবস্থান করা নিরাপদ নয়। পাশাপাশি লাভার প্রবাহ নিয়েও সতর্ক করেছেন তিনি।

আরও পড়ুন

আগ্নেয়গিরির ছাই থেকে নিজেদের রক্ষা করার জন্য বাসিন্দাদের মাস্ক ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, এরইমধ্যে একটি গ্রাম খালি করা হয়েছে এবং আগ্নেয়গিরির আওতার বাইরে আরো বেশ কয়েকটি গ্রামে ছাই বৃষ্টির খবর পাওয়া গেছে।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ তারিখ শিবিরের ‘ব্যালট বিপ্লব’ হবে : সাদিক কায়েম

আবারও সংঘর্ষে জড়িয়েছেন চবি শিক্ষার্থী ও স্থানীয়রা

তিন গোল বাতিল, তবুও জয় রিয়ালের 

ইউক্রেনে সাবেক স্পিকারকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জে জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে : রিজভী