কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদরদপ্তরে বিজেপির হামলা-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক: বিহারে ভোটার অধিকার যাত্রা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মাকে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তাণ্ডব চালিয়েছে একদল বিজেপি কর্মী-সমর্থক। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে ভবনের বাইরে ভাঙচুর ও আগুন লাগানো এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবিসহ একাধিক ব্যানার-পোস্টার ছেড়ারও অভিযোগ উঠেছে। এর আগে শুক্রবার কংগ্রেসের দপ্তরে বিজেপির পতাকা হাতে হামলা চালায় দলটির নেতাকর্মীরা। এসময় আগুন লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকায়। রাহুল গান্ধীর পোস্টারে ছিটানো হয় কালি।
এরইমধ্যে রাকেশ সিংয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস। এ ঘটনার পরই রাজ্য বিজেপির সভাপতিকে খোলা চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। খোলা চিঠিতে তিনি লিখেন, আজ সকালে প্রদেশ কংগ্রেসের কার্যালয় খোলা ছিলো না। চোর-কাপুরুষের মতো অতর্কিতে ‘বিধান ভবন’- ঢুকে আপনার দলের সমাজবিরোধী কর্মী ও নেতারা যেভাবে কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে এবং কংগ্রেসের সম্পত্তি বিনষ্ট করেছে সে বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম আমরা।
তিনি আরও বলেন, এরপরেও যদি রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা না নেয়, পুলিশ তাকে গ্রেপ্তার না করে তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে যাবে, তা আমাদের জানা নেই।এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে শাসক তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যার নাম বলছেন তিনি কংগ্রেস ক্যান্ডিডেট ছিলেন ১৬ সালে। সুতরাং দুষ্কৃতীদের নিয়ে খেলা করা অ্যান্টি সোশ্যালকে দলে রাখা। এটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে হুমকি দিয়েছেন মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানস সরকার। তিনি বলেন, দম থাকলে সামনে এসে করুক। নেতৃত্বের কেউ যখন প্রদেশ কংগ্রেস দপ্তরে নেই, তখন কাপুরুষের মতো এসে এই ঘটনা ঘটিয়েছে রাকেশ সিং। আবারও বলছি দম থাকলে সামনে এসে করুক। ফিরে যেতে দেবো না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি।
মন্তব্য করুন