ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

‘ভয়ভীতি দেখিয়ে ন্যায়বিচার থেকে দূরে সরানো যাবে না’

‘ভয়ভীতি দেখিয়ে ন্যায়বিচার থেকে দূরে সরানো যাবে না’, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আল্লাহর ওপর ভরসা করে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ন্যায়বিচার করতে এসেছি। গুলি করে, বোমা ফাটিয়ে, ভয়ভীতি দেখিয়ে ন্যায়বিচার থেকে দূরে সরানো যাবে না।

আজ মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনাল-২ এর চেয়াম্যানসহ তিন বিচারপতিকে সংর্বধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও চিফ প্রসিকিউর কার্যালয়ের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেন।

আরও পড়ুন

আজকের এই সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ-২ যাত্রা শুরু করলো বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।এর আগে, গত ৮ মে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়। ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পান বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ও সদস্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে

বগুড়ার নন্দীগ্রামে নাসির-মুনির দই ঘরের জরিমানা

সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে চাকু মানিক গ্রেফতার

জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মাসুদ -জামিল

বগুড়ার শিবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ অফিসার গ্রেফতার