ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

পাবনার সুজানগরে চিনাবাদামের বাম্পার ফলন

পাবনার সুজানগরে চিনাবাদামের বাম্পার ফলন। ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের চরাঞ্চলে এ বছর চিনাবাদামের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে হাট-বাজারে বাদামের বাজারও বেশ ভাল। এতে বাদাম ফলনে চাষিরা ভীষণ খুশি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ভায়না, সাতবাড়ীয়া, নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের চরাঞ্চলের ৩শ’ ৭০ হেক্টর জমিতে চিনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু আবহাওয়া অনুকূূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে আগাম আবাদ করা জমির বাদাম উঠানো শুরু হয়েছে। উপজেলার তারাবাড়ীয়া গ্রামের বাদাম চাষি ছায়েন উদ্দিন বলেন, এ বছর আবহাওয়া বাদাম চাষের অত্যন্ত অনুকূূলে ছিল। তাছাড়া এলাকার বাদাম চাষিরা উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে বাদাম ক্ষেতে সঠিক সময়ে সার-বিষ প্রয়োগ করেন।

ফলে উপজেলার সর্বত্র বাদামের বাম্পার ফলন হয়েছে। উপজেলার সাতবাড়ীয়া গ্রামের বাদাম চাষি রজব আলী বলেন, এ বছর প্রতিবিঘা জমিতে বাদাম আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ১৪/১৫ হাজার টাকা। আর প্রতিবিঘা জমিতে বাদাম উৎপাদন হয়েছে ৭ থেকে ৮ মণ।

আরও পড়ুন

বর্তমানে হাট-বাজারে প্রতিমণ বাদাম বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দরে। এ হিসাবে প্রতিবিঘা জমিতে উৎপাদিত বাদামের মূল্য ৩৫ থেকে ৪০ হাজার টাকা যা উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি। ফলে বাদাম চাষিরা বর্তমান এ বাজারে অত্যন্ত খুশি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রাফিউল ইসলাম বলেন, বর্তমানে হাট-বাজারে বাদামের বাজার বেশ ভাল। আগামী ১/২ মাস পর বাজার আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে কৃষকের গোয়াল ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩