ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার

বগুড়ায় পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ জুন রোববার দিবাগত রাত এক টা ৫৫ মিনিটের দিকে জেলা পুলিশের  গোয়েন্দা শাখা ডিবির একটি টিম শহরের নিশিন্দারা চকর পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ তাকে গ্রেফতার করে। 

ডিবি সূত্র জানায় ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহারের নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ ডিবির  একটি টিম গোপন সংবাদের  ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়।  অভিযান কালে তার দেখানো মতে শয়ন  ঘরে খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতার করা শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম (৩২), নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।  তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস