ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে শিশু তাহসীন হত্যায় চারজনকে অভিযুক্ত করে আদালতে মামলা

বগুড়ার শিবগঞ্জে শিশু তাহসীন হত্যায় চারজনকে অভিযুক্ত করে আদালতে মামলা। প্রতীকী ছবি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর মধুপুরপাড়া গ্রামের সৌরভ হোসেনের ১০ মাস বয়সী শিশু পুত্র তাহসীনকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। মামলায় ওই গ্রামের রুবেল (৩৮), কুলসুম বেগম (৪০),  মফেলা বেগম (৪০) শহিদুল ইসলামকে (৪৮) অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি রেকর্ডভুক্ত করার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, গত ২৮ মে সকালে ওই গ্রামের আল আমিনের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাহসীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়। এব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

তবে আদালতের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নিবেন বলে পুলিশের ওই কর্মকর্তা জানান। মামলার আরজিতে উল্লেখ করা হয়, গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত ব্যক্তিরা পুর্ব পরিকল্পিতভাবে শিশু তাহসীনকে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব ‘বাঁশ’ দিবস

হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার 

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু ইন্টার মিলানের

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতসহ সাত দল