ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারপিটের মামলায় দেবর গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারপিটের মামলায় দেবর গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারপিটের মামলায় দেবর আব্দুল করিম রঞ্জু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জু মিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মোহাম্মদ আলীর বড় ছেলে মজনু মিয়ার (৪০) সঙ্গে ছোট ছেলে আব্দুল করিম রঞ্জু মিয়ার পারিবারিক কলহ চলছিলো। গত ৫ জুন রঞ্জু মিয়া লোকজন নিয়ে বড় ভাই মজনু মিয়ার বউকে মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

এঘটনায় ওই দিনই থানায় লিখিত অভিযোগ করেন মজনু মিয়া। এব্যাপারে মজনু মিয়ার স্ত্রী লাভলি বেগম(৩৪)  জানান, রঞ্জু আমার পরনের জামা কাপড় ছিড়ে ফেলেছে। মারপিট করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ শুক্রবার (১৩ জুন) আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৮০ হাজার টাকা

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার

এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানিস্তানের, আতাল-আজমাতুল্লাহর ব্যাটে ১৮৮ রান

ঢাবির প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ ডিএমপির