ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি, তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি

দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি, তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। শহরের বিভিন্ন আবহাওয়া স্টেশনে তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫.০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে। তবে হিট ইনডেক্স বা আদ্রতাসহ তাপমাত্রার অনুভূতি ছুঁয়েছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খবর এনডিটিভির।গতকাল বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টায় দিল্লির আয়নগর ছিল সবচেয়ে গরম  (৪৫ ডিগ্রি সেলসিয়াস)। এরপরই পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিটমপুরা (৪৩.৫), লোধি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) ও সাফদারজং (৪৩.৩) এ তাপমাত্রা রেকর্ড হয়।

হিট ইনডেক্স ৫০-এর বেশি ছাড়ালেও আইএমডি জানিয়েছে, এটি তাপমাত্রা ও আর্দ্রতার ওপর নির্ভরশীল এবং দিনে একাধিকবার পরিবর্তিত হয়। তবে ভারতে এটি এখনও আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয় না।আইএমডি জানিয়েছে, দিল্লি ও তার আশপাশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ চলছে। বুধবার আয়নগর ছিল একমাত্র এলাকা যেখানে আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ রেকর্ড হয়েছে। এর আগে মঙ্গলবার তিনটি স্টেশনে তাপপ্রবাহ দেখা গিয়েছিল।

তাপমাত্রা ১২ জুন পর্যন্ত একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, তবে ১৩ জুনের পর থেকে ধীরে ধীরে কমতে পারে। আইএমডির বুলেটিনে বলা হয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি বেশি থাকায় রেড অ্যালার্ট জারি রাখা হয়েছে। এটি সর্বোচ্চ সতর্কতা স্তর, যেখানে জনগণকে সক্রিয় পদক্ষেপ নিতে বলা হয়—যেমন পর্যাপ্ত পানি পান করা, সরাসরি সূর্যালোক এড়ানো এবং দুপুরের গরম সময়ে বাইরে না থাকা।আইএমডির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, “তীব্র তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হবে। তবে ১৩ জুন রাত থেকে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝড় ঢুকবে, যা দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত আনতে পারে।”

আরও পড়ুন

দিল্লিতে আর্দ্রতার মাত্রা ৩১ শতাংশ থেকে ৭৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। এর সঙ্গে প্রবাহিত হয়েছে শুষ্ক উত্তর-পশ্চিমী বাতাস, যা গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবারের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা থাকবে ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া ৪০-৬০ কি.মি. গতিতে দমকা হাওয়া এবং সন্ধ্যার পর হালকা বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ১৩ জুনের পর তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে যেতে পারে এবং রেড অ্যালার্টের পরিবর্তে অরেঞ্জ অ্যালার্ট জারি হতে পারে।১৪-১৭ জুনের মধ্যে তাপমাত্রা ৩৭-৪২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এতে চলমান তাপদাহ কিছুটা প্রশমিত হতে পারে।

এদিকে, দিল্লির ২৪ ঘণ্টার গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ‘খারাপ’ অবস্থায় রয়েছে, স্কোর ২৪৫। সিপিসিবি অনুযায়ী, ২০১-৩০০ স্কোর ‘খারাপ’ হিসাবে বিবেচিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় আরও ৬১ জনকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ট্রাম্পের হুমকি সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল পুতিন : ক্রেমলিন

অলিম্পিকের ৩৪তম আসরের সময়সূচি প্রকাশ

ইরানকে পারমাণবিক চুক্তির জন্য আগস্ট পর্যন্ত আলটিমেটাম

ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথির ড্রোন হামলা