ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত। প্রতীকী ছবি

মফস্বল ডেস্ক : ঢাকা-পাবনা মহাসড়কের পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ট্রাকচাপায় মোজাম্মেল হোসেন (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকালে ভ্যানচালক মোজাম্মেল যাত্রী নিয়ে কাশিনাথপুর বাজারে আসেন। নিজগ্রামে ফেরার পথে কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছলে পেছন থেকে কাজিরহাটগামী একটি ট্রাক প্রথমে ধাক্কা দেয় এবং পরে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয় এবং দেহ থেকে মাথা আলাদা হয়ে তার মৃত্যু হয়।

এতে কিছু সময়ের জন্য যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব না হলেও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় রাখা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিঙ্গসাম্য নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে কঙ্গনা রনৌত

কুষ্টিয়ায় চাঁদা তোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামলানোর চেষ্টা করছে পুলিশ : আইজিপি

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে কারফিউ জারি

সাভারে মাদরাসা শিক্ষার্থীকে গণধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১