ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্র জাহিদ হাসানের ওপর হামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্র জাহিদ হাসানের ওপর হামলা। প্রতীকী ছবি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে গাইবান্ধা-কালিরবাজার সড়কের বোয়ালী খেয়াঘাট এলাকায় তার পথরোধ করে হামলা করা হয়।

এদিন রাতে তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার আইডিতে তিনি লেখেন, ‘আমার দুলাভাইসহ গাইবান্ধা থেকে ফেরার পথে খেয়াঘাট বাজারে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। স্থানীয় লোকজন সেখান থেকে আমাদের উদ্ধার করে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। সুস্থ আছি।

জাহিদ হাসান জীবন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র। জাহিদ হাসান জীবন বলেন, গাইবান্ধা শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে এসে পৌঁছালে হঠাৎ একটি বাইক তাদের পথরোধ করে। এসময় ওই বাইকে থাকা তিনজনের একজন আমার মাথায় হাত দিয়ে আঘাত করে এবং পরে তাদের হেলমেট খুলে সেটা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

আরও পড়ুন

তিনি বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। বর্তমানে আমি এনসিপি নিয়ে কাজ করছি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে প্রতিহিংসামূলকভাবে এ হামলা হয়ে থাকতে পারে। জাহিদ হাসান জীবন সংশয় প্রকাশ করে বলেন, আমার ওপর আরও হামলা হতে পারে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ

বগুড়ার আদমদীঘিতে জব্দ করা সার নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি

দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকায় আলোহীন সড়কে ভোগান্তি

গাইবান্ধা সাঘাটার ব্যবসায়ীর দোকানে ৫ লক্ষাধিক টাকা চুরি

সমাধান ছাড়াই শেষ হলো দুই উপদেষ্টা-প্রকৌশল শিক্ষার্থীদের বৈঠক

নাটোরের বড়াইগ্রামে ড্রাগন চাষে সফল সুরমান আলী