ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

আবারও মণিপুরে সহিংসতা, কারফিউ জারি

আবারও মণিপুরে সহিংসতা, কারফিউ জারি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। কট্টরপন্থি মেইতেই সংগঠন ‘আরামবাই তেংগোল’-এর পাঁচ নেতাকে গ্রেপ্তারের পর রাজ্যের বিভিন্ন স্থানে কারফিউ জারি এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

বিবিসি জানায়, রোববার মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে সংগঠনটির প্রধান অসেম কনন সিংসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তাদের বিরুদ্ধে ২০২৩ সালে মণিপুরে জাতিগত সহিংসতার সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর রাজ্যের রাজধানী ইম্ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা একটি পুলিশ পোস্টে হামলা চালায়, বাসে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে। 

হিন্দুস্তান টাইমস জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল ও গুলি ছুড়ে। এতে ১৩ বছরের এক কিশোর আহত হয়। মণিপুরে মেইতেই ও কুকি জাতিগোষ্ঠীর মধ্যে ভূমি ও রাজনৈতিক প্রভাব নিয়ে ২০২৩ সাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে এ পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরও পড়ুন

মণিপুর রাজ্যের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক্সে লিখেছেন, রাজ্যের নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছু হটা নিজের দায়িত্ব অস্বীকার করার শামিল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি দায়ী করে বলেন, মণিপুরের সহিংসতা শুরুর পর থেকে প্রধানমন্ত্রী এখনও সেখানে যাননি, প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশে যাত্রা শুরু করলো ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০

টাঙ্গাইলে একদিনে কুকুরের কামড়ে আহত ২৫

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষে অভিষেক শর্মা

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো দুই স্কুলছাত্রীর

দিনাজপুরের ফুলবাড়ীতে ২ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস