ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

 বর্ণবৈষম্যমূলক আচরণের সিকান্দার রাজার অভিযোগে বরখাস্ত কোচ

 বর্ণবৈষম্যমূলক আচরণের সিকান্দার রাজার অভিযোগে বরখাস্ত কোচ

স্পোর্টস ডেস্ক:  বর্ণবৈষম্যমূলক আচরণের শিকার হয়ে কোচ ব্লেসিং মাফুওয়ার বিরুদ্ধে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ দিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজার অভিযোগের জেরে বরখাস্ত হয়েছেন কোচ।  

আপাতত বহিস্কার করা হলেও এই বিষয়ে তদন্ত চলমান আছে। ঘটনার পূর্ণ তদন্ত দাবি করে রাজা বলেন, ‘দোষী প্রমাণিত হলে তাকে দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যেন বর্তমানে ও ভবিষ্যৎ প্রজন্মের কারও এমন অভিজ্ঞতার শিকার না হতে হয়।’

জানা যায়, ওল্ড হারারিয়ানস স্পোর্টস ক্লাব মাঠে গত ১ জুন বর্ণবাদী আচরণের শিকার হন সিকান্দার রাজা। স্থানীয় টুর্নামেন্ট ভিগনে কাপের ম্যাচে রেইনবো ক্রিকেট ক্লাবের বিপক্ষে ওল্ড হারারিয়ানসের হয়ে খেলতে নেমেছিলেন রাজা। ম্যাচে ৫৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন রাজা। ম্যাচও জিতে নেয় তার দল। 


পাকিস্তানি বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের অভিযোগ, সেদিন ম্যাচ শেষে মাঠে ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেন রেইনবো ক্রিকেট ক্লাবের কোচ মাফুওয়া।

আরও পড়ুন

হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাফাদজাওয়া মাদোরো বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি অধিনায়কের (রাজা) বর্ণবাদী আচরণের শিকার হওয়ার একটি অভিযোগ আমরা পেয়েছি গত সপ্তাহে। আমরা তদন্তের প্রক্রিয়ায় আছি। আগামী মঙ্গলবার ব্লেসিং মাফুওয়া শুনানিতে হাজির হবে।’

‘অভিযোগের জবাব দেবে সে। এই অন্তবর্তীকালীন সময়ে সে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম থেকে বহিষ্কার থাকবে। বর্ণবাদের অভিযোগকে আমরা কখনও হালকা করে নেই না। যত দ্রুত সম্ভব তদন্ত করব আমরা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে কৃষকের গোয়াল ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩