ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রংপুরের পীরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার। প্রতীকী ছবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী দু’জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে শাহরিয়ার (৩৫) ও তার স্ত্রী সুমাইয়া খাতুন(২৫)।

থানার পরিদর্শক(তদন্ত) মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতরা ইউনিয়নের সন্দলপুর গ্রামের ন্যাংড়ারঘাট বাঁশেরতল নামক স্থান থেকে গত সোমবার বিকেলে তাদের দু’জনকে আটক করে থানা পুলিশ। তারা মাদক বিক্রির উদ্দেশ্যে দিনাজপুরের হাকিমপুর থেকে করতোয়া নদী পাড়ি দিয়ে রংপুরের পীরগঞ্জে আসছিল।

আরও পড়ুন

এসময় তল্লাশি চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। ওসি শফিকুল ইসলাম জানান, এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। শফিকুলের নামে জয়পুরহাটের পাঁচবিবি ও হাকিমপুরে ২টি মাদক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান চালক হত্যা রহস্য উন্মোচন গ্রেফতার ৪

বগুড়ায় যাত্রা বিরতি জামায়াত আমিরের

জাতীয় অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলে ডাক পেলো বগুড়ার ৩ ক্রিকেটার

ফরিদপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার ধুনটে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাড়ল সোনার দাম